১৯৩৬ সালে পশ্চিম বঙ্গের দক্ষিণ দিনাজপুরে একটি শিশুর জন্ম হয়।
তিনি আজ থেকে প্রায় অর্ধশতাব্দী পরে প্রায় সাড়ে সাতশো বছর আগে তার জন্মস্থান ও পার্শ্ববর্তী অঞ্চল কেমন ছিল তা কল্পনা করার চেষ্টা করবেন বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি ঐতিহাসিক উপন্যাসের মধ্য দিয়ে।
উপন্যাসের নাম প্রদোষে প্রাকৃতজন। ঔপন্যাসিক শওকত আলী।
শওকত আলীর প্রথম উপন্যাস পিঙ্গল আকাশ প্রকাশিত হয় ১৯৬৩ সালে আর প্রথম গল্পগ্রন্থ উন্মূল বাসনা প্রকাশিত হয় ১৯৬৮ সালে।
তবে ১৯৮৪ সালে প্রকাশিত প্রদোষে প্রাকৃতজন উপন্যাসের মধ্য দিয়েই সম্ভবত বাংলা সাহিত্যে শওকত আলীর স্থান স্থির হয়ে গেছে।
এছাড়া তিনি আরও অনেক উপন্যাস ও গল্পগ্রন্থ প্রকাশ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:
- দক্ষিণায়নের দিন
- কুলায় কালস্রোত
- পূর্বরাত্রি পূর্বদিন
শওকত আলীর জন্ম ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি পশ্চিম বঙ্গের দক্ষিণ দিনাজপুরে। তার পিতার নাম ডা. খোরশেদ আলী সরকার এবং মাতার নাম সালেমা খাতুন। তার পিতা পেশায় চিকিৎসক ছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ হন।
শওকত আলী ২০১৮ সালের ২৫ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।