শরয়ি আলোকে কাফন-দাফন

সকল মানুষ মৃত্যু নিয়ে চিন্তা করে। কারণ মানুষের জন্য মৃত্যু অবধারিত এবং নির্ধারিত।

মুসলিমদের জন্য মৃত্যু অত্যন্ত তাৎপর্যবহ। মৃত্যু তার কাছে জীবনের সমাপ্তি নয়। বরং অনন্ত জীবনের সূচনা।

মানুষের মৃত্যু এবং মৃত্যু পরবর্তী কাফন, দাফন ও অন্যান্য আচার ব্যবহার সম্পর্কে ইসলামে রয়েছে নির্দিষ্ট আদব ও নির্দেশনা।

এ বিষয়ে সঠিকভাবে জানা সচেতন মানুষদের জন্য জরুরি।

জানাজা, কাফন ও দাফন সম্পর্কিত অপরিহার্য জ্ঞানের একটি প্রামাণ্য এবং সহজপাঠ্য একটি বই এটি।


বইয়ের নাম: শরয়ি আলোকে কাফন-দাফন

সংকলক: মুফতি আরিফ মাহমুদ

বইটির ধরন: পেপারব্যাক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *