বিশ্ব সাহিত্যের বিখ্যাত ১০ জন ছোটগল্পকার

ছোটগল্প এমন এক সাহিত্যরূপ যা স্বল্প পরিসরে গভীর মানবিক অভিজ্ঞতা তুলে ধরে। ছোট গল্পে থাকে না বিপুল কাহিনীর ঘনঘটা বা বিপুল সংখ্যক চরিত্র। তবে গল্পের স্বল্প পরিসর তুলে ধরে একটি গভীর মানবিক অভিজ্ঞতা। নিচে বিশ্ব সাহিত্যের দশজন প্রভাবশালী ছোটগল্প লেখকের পরিচয় সংক্ষেপে তুলে ধরা হলো।

আন্তন চেখভ (১৮৬০-১৯০৪, রাশিয়া)

রুশ সাম্রাজ্যের (১৭২১-১৯১৭) শেষভাগে রুশ সমাজের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক টানাপোড়েনের ভেতরে আন্তন চেখভ লেখক হিসেবে বিকশিত হন।

রুশ ছোটগল্পকে আধুনিকতার শক্ত ভিত্তিতে দাঁড় করানোয় তার ভূমিকা সবচেয়ে বড়। দৈনন্দিন জীবনের সূক্ষ্ম মনস্তত্ত্ব, সংযত ভাষা ও খোলামেলা সমাপ্তি তার গল্পকে অনন্য করেছে।

ওয়ার্ড নং ৬, দ্য লেডি উইথ দ্য ডগ, চুমু প্রভৃতি তার কিছু বিখ্যাত ছোটগল্প।

রকমারি থেকে কিনুন: https://rkmri.co/2eeyyRNeleSA/

এডগার অ্যালান পো (১৮০৯-১৮৪৯, যুক্তরাষ্ট্র)

এডগার অ্যালান পো আমেরিকার সাহিত্যিক। তার লেখালেখি উনিশ শতকের প্রথম ভাগে যখন রোমান্টিক সাহিত্যের প্রভাব প্রবল এবং সবেমাত্র গোথিক সাহিত্যের ধারার বিকাশ ঘটছে। তিনি রহস্য-রোমাঞ্চ ও গোয়েন্দা সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব। একইসাথে তার লেখা গভীরভাবে মনস্তাত্ত্বিক।

নিপুণ প্লট বিন্যাসের মাধ্যমে তিনি একটি আবেগঘন ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি করেন তার ছোটগল্পের পাঠকদের। গা ছমছমে পরিবেশের কারনে তার ছোটগল্পের আবেদন এখনো অতুলনীয়।

তার বিখ্যাত গল্পগুলোর মধ্যে কালো বিড়াল, গল্প-বলা হৃৎপিণ্ড অন্যতম।

রকমারি থেকে কিনুন: https://rkmri.co/3IN5Se0eAeeM/

হোর্হে লুইস বোর্হেস (১৮৯৯-১৯৮৬, আর্জেন্টিনা)

হোর্হে লুইস বোর্হেস বিশ শতকের ল্যাটিন-আমেরিকার সাহিত্য তথা আর্জেন্টিনার সাহিত্যের অন্যতম সৃষ্টিশীল লেখক। তার ছোটগল্পে তিনি গোলকধাঁধা ও কল্পনাকে এক ভিন্নতর মাত্রা দিয়েছেন। ব্যাবেলের গ্রন্থাগার বা আলেফ তার বিখ্যাত ছোটগল্প। 

রকমারি থেকে কিনুন: https://rkmri.co/5RAN53EM3RoA/

ও. হেনরি বা উইলিয়াম সিডনি পোর্টার (১৮৬২-১৯১০, যুক্তরাষ্ট্র)

উনিশ শতকের শেষভাগে আমেরিকায় লেখক হিসেবে আবির্ভুত হন উইলিয়াম সিডনি পোর্টার ও. হেনরি ছদ্মনামে।

তার গল্পগুলো ভীষণভাবে নাগরিক গল্প। ও হেনরির গল্পগুলো এমনভাবে শেষ হয় যে চমৎকৃত হতে হয়। এছাড়া তার ছোটগল্পগুলোতে মৃদু হাস্যরসও তাকে পাঠকপ্রিয় করেছে। সাধারণ শহুরে মানুষের রোজকার জীবনে একটা হঠাৎ চমকের মতো হাস্যরস সৃষ্টি হয় তার গল্পে। 

তার ম্যাজাই এর উপহার, শেষ পাতা, পুলিশ গল্পগুলোতে একধরনের মনোহারিত্ব রয়েছে যা এখনো আমাদের হৃদয় ছুঁয়ে যায়।

রকমারি থেকে কিনুন: https://rkmri.co/2MmA5eypee5M/

জেমস জয়েস (১৮৮২-১৯৪১, আয়ারল্যান্ড)

জেমস জয়েসকে ধরা হয় সাহিত্যে আধুনিকতাবাদের অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসেবে। তার লেখালেখি মূলত ছিল বিশ শতকের শুরুর দিকে আইরিশ জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রেক্ষাপটে।

ব্যক্তির মনের ভেতরের দৈনন্দিন টানাপোড়েন এবং উপলব্ধিকে গভীরভাবে তার ছোটগল্পে তুলে আনেন। ছোটগল্পকার হিসেবে জয়েস আজও বিশ্ব সাহিত্যে অনন্য ব্যক্তিত্ব।

তার ছোটগল্পে তিনি স্ট্রিম অব কনশাসনেস কৌশল ব্যবহারের জন্য বিখ্যাত। তার বিখ্যাত গল্প সংকলন ডাবলিনার্স। 

রকমারি থেকে কিনুন: https://rkmri.co/A0Nel5T2eS2o/

ফ্রাঞ্জ কাফকা (১৮৮৩-১৯২৪, চেকোস্লোভাকিয়া)

ফ্রাঞ্জ কাফকার ছোটগল্পের জগৎ দুঃস্বপ্নময়। সে জগতে মানুষ বিচ্ছিন্ন, অসহায় এবং প্রশাসনিক ব্যবস্থার কাছে নিরুপায়ভাবে বন্দী। দমবন্ধ-করা পরিবেশে কাফকার গল্পের চরিত্রগুলো হাঁসফাঁস করতে থাকে। 

যে সময়টাতে কাফকা লিখেছেন সেটি ইউরোপের আধুনিক হয়ে ওঠার সময়। রাজনৈতিক অস্থিরতা ও জটিলতা সে সময়ের বৈশিষ্ট্য। কাফকার গল্পে এই জটিলতার সাথে যুক্ত হয়েছে অস্তিত্ববাদী গভীর সংকট। 

কাফকার বিখ্যাত গল্পগুলোর মধ্যে রয়েছে ‘দ্য মেটামরফোসিস’, ‘ দ্য হাঙ্গার আর্টিস্ট, প্রভৃতি।  

রকমারি থেকে কিনুন: https://rkmri.co/SmAEe2eREplo/

গি দ্য মোপাসাঁ (১৮৫০-১৮৯৩, ফ্রান্স)

গি দ্য মোপাসাঁ উনিশ শতকের শেষভাগের ফরাসি সাহিত্যজগতের অন্যতম প্রভাবশালী ছোটগল্পকার। ফ্লবেয়ারের প্রভাবে যে বাস্তববাদী, পর্যবেক্ষণধর্মী লেখার যে ধারা তৈরি হয় তাকে তিনি আরও সমৃদ্ধ করেন তার সংক্ষিপ্ত এবং সূক্ষ্ম ব্যঙ্গধর্মী ভাষাভঙ্গীর মাধ্যমে।

গল্প লেখক হিসেবে মোপাসাঁ-র বর্ণনা প্রচণ্ডভাবে নিরাসক্ত এবং হয়তো এ কারণেই তিনি অবলীলায় গভীর মানসিক সত্যকে উন্মোচিত করতে পারেন।

তার অজস্র গল্প সারা বিশ্বে জনপ্রিয়। দুই বন্ধু, নেকলেস প্রভৃতি তার বিখ্যাত গল্পগুলোর মধ্যে অন্যতম। 

রকমারি থেকে কিনুন: https://rkmri.co/TAy2oe33ly2M/

ক্যাথরিন ম্যান্সফিল্ড (১৮৮৮-১৯২৩, নিউজিল্যান্ড/ইংল্যান্ড)

ক্যাথরিন ম্যান্সফিল্ড বিশ শতকের শুরুর দিকের অন্যতম সাহিত্যিক। 

লন্ডনের সাহিত্য পরিমণ্ডল, ইউরোপীয় আধুনিকতার প্রভাব তার গল্পে স্পষ্ট হয়ে দেখা যায়। তার গল্পে চরিত্রদের অন্তর এবং তাদের সূক্ষ্মতম আবেগও ফুটে ওঠে।  তার জনপ্রিয় গল্পের মধ্যে গার্ডেন পার্টি ও পুতুলের ঘর আন্যতম।

রকমারি থেকে কিনুন: https://rkmri.co/MSTlp5NAyENI/

আর্নেস্ট হেমিংওয়ে (১৮৯৯-১৯৬১, যুক্তরাষ্ট্র)

আর্নেস্ট হেমিংওয়ে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী “লস্ট জেনারেশন” সাহিত্যিকদের মধ্যে একজন প্রধান আধুনিকতাবাদী লেখক। যুদ্ধোত্তর হতাশা, ইউরোপের বোহেমিয়ান জীবনধারা এবং আমেরিকান বাস্তবতার টানাপোড়েন তার লেখায় গভীর প্রভাব ফেলে। তার গল্পের ভাষা সংযত, সরল, সংলাপ সংক্ষিপ্ত এবং বর্ণনা মিতব্যয়ী। 

Hills Like White Elephants, A Clean, Well-Lighted Place, The Snows of Kilimanjaro, The Short Happy Life of Francis Macomber প্রভৃতি তার অন্যতম ছোটগল্প। 

রকমারি থেকে কিনুন: https://rkmri.co/eNTe2RAT50T5/

অ্যালিস মুনরো (১৯৩১–২০২৪, কানাডা)

অ্যালিস মুনরো বিশ শতকের শেষার্ধে কানাডার সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। তার গল্পের একটা বৈশিষ্ট্য যে ছোটগল্পের সীমিত পরিসরেই তিনি একটি পুরো জীবনকে ধরার ক্ষমতা রাখেন। তার ছোটগল্প উপন্যাসের মতো গভীর। তার বিখ্যাত গল্পের মধ্যে রয়েছে রানওয়ে, ডিয়ার লাইফ প্রভৃতি।

রকমারি থেকে কিনুন: https://rkmri.co/o3eEppeeep3N/