বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত চরিত্র

সাহিত্যে এরকম অনেক চরিত্রের দেখা মেলে যারা লেখকের বিভিন্ন লেখায় বারবার ঘুরেফিরে আসে। গোয়েন্দা বা রহস্য গল্পেই বেশিরভাগ সময়ে এ ধরনের চরিত্রের দেখা মেলে। যেমন ইয়ান ফ্লেমিংয়ের জেমস বন্ড, আর্থার কোনান ডায়েলের শার্লক হোমস বা আগাথা ক্রিস্টির হারকিউল পোয়ারা-র মতো চরিত্র। 

বাংলা সাহিত্যেও এমন চরিত্রের দেখা মেলে। এমন কিছু চরিত্র নিয়ে এ তালিকা।

ফেলুদা

লেখক: সত্যজিৎ রায়

সত্যজিৎ রায়ের সৃষ্ট তুখোড় বুদ্ধি ও পর্যবেক্ষণ শক্তির গোয়েন্দা চরিত্র ফেলুদা বা প্রদোষ চন্দ্র মিত্র। ফেলুদা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্রদের একজন। ফেলুদার সঙ্গে আঠার মতো লেগে থাকে তার খুড়তুতো ভাই ও সহকারী তোপসে এবং বন্ধু রহস্য রোমাঞ্চ লেখক জটায়ু।

ফেলুদা সিরিজের উপন্যাসের সংখ্যা ১৪টি। এর বাইরে কিছু গল্পও রয়েছে এ সিরিজে। ফেলুদা সিরিজের প্রখ্যাত উপন্যাসগুলোর মধ্যে বাদশাহী আংটি, গ্যাংটকে গণ্ডগোল, সোনার কেল্লা, বাক্স রহস্য, কৈলাসে কেলেঙ্কারি, জয় বাবা ফেলুনাথ অন্যতম।

মিসির আলি

লেখক: হুমায়ুন আহমেদ

মিসির আলি বাংলা সাহিত্যের একটি অনন্য চরিত্র। যিনি পেশায় খণ্ডকালীন শিক্ষক আর নেশায় মনোবিশ্লেষক। মিসির আলি কোনো গোয়েন্দা নন কিন্তু তিনি অতিপ্রাকৃত রহস্যের জট খুলতে থাকেন যুক্তির সিঁড়ি ভেঙে। ঠাণ্ডা মাথা আর মানুষের মন বিশ্লেষণের ক্ষমতা মিসির আলির প্রধান শক্তি।

মিসির আলি সিরিজের বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবী, নিশীথিনী, বৃহন্নলা, অন্যভুবন, নিষাদ, মিসির আলির অমীমাংসিত রহস্য, অনীশ প্রভৃতি।

শুভ্র

লেখক: হুমায়ুন আহমেদ

মিসির আলি ও হিমালয়ের হুমায়ুন আহমেদের সৃষ্টি করা একটি স্বকীয় চরিত্র শুভ্র। শুভ্র বয়সে তরুণ, মোটা লেন্সের চশমা পড়ে, দৃষ্টি শক্তি হারানোর পথে, বই পড়ুয়া। নিজের নামের মতই কলঙ্কহীন তার অন্তর। শুভ্র সিরিজের বইয়ের সংখ্যা ছয়টি: মেঘের ছায়া, দারুচিনি দ্বীপ, রূপালী দ্বীপ, শুভ্র, শুভ্র গেছে বনে, এই শুভ্র, এই

হিমু (হিমালয়)

লেখক: হুমায়ুন আহমেদ

হুমায়ূন আহমেদের আরেক ভিন্নধর্মী চরিত্র। হলুদ পাঞ্জাবি পরে শহরজুড়ে হাঁটে। সমস্ত সামাজিক নিয়মের বাইরে চলে সে। তার পিতার হিমালয়ের মতো মানুষ বানানোর প্রকল্প থেকে হিমুর সৃষ্টি।

মাসুদ রানা

লেখক: কাজী আনোয়ার হোসেন

মাসুদ রানা চরিত্রটির স্রষ্টা বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন। ইয়ান ফ্লেমিংয়ের জেমস বন্ড চরিত্রের আদলে চরিত্রটি সৃস্টি করা হয়েছে।

ধ্বংস পাহাড় নামে একটি গুপ্তচর-কাহিনী দিয়ে মাসুদ রানা চরিত্রের যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে। এ সিরিজে প্রকাশিত বইয়ের সংখ্যা চারশোর অধিক।

তিন গোয়েন্দা: কিশোর পাশা, মুসা আমান ও রবিন মিলার

লেখক: রকিব হাসান

রকিব হাসানের “তিন গোয়েন্দা” সিরিজের তুমুল জনপ্রিয় ত্রয়ী চরিত্র কিশোর, মুসা ও রবিন। 

কিশোর পাশার চরিত্র নেতা-সুলভ। সে বুদ্ধিমান, পরিকল্পনা করতে দক্ষ, আত্মবিশ্বাসী এবং ঠাণ্ডা মাথার নেতা। মুসা আমান হাস্যরসের খোরাক দেয়। তবে সেই সাথে রয়েছে তার সাহস, অ্যাডভেঞ্চারপ্রিয়তা এবং কঠোর মানসিকতা। রবিন মিলার শান্ত এবং প্রযুক্তি সম্পর্কে তার জ্ঞান বেশি। তার পর্যবেক্ষণ শক্তি এবং বিভিন্ন গ্যাজেট ব্যবহারের দক্ষতা দলের কাজে বিশেষ ভূমিকা রাখে।

ব্যোমকেশ বক্সী

লেখক: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

বাংলা সাহিত্যের সত্যান্বেষী গোয়েন্দা ব্যোমকেশ বক্সী। জটিল অপরাধ বিশ্লেষণে তার তীক্ষ্ণ নিরীক্ষা শক্তি ও মানবমন সম্পর্কে গভীর বোঝাপড়া আর ক্ষুরধার যুক্তি রহস্য সমাধানে তার সবচেয়ে বড় সম্পদ। ব্যোমকেশের বন্ধু  অজিতের বর্ণনায় গল্পগুলো এগোয়। ব্যোমকেশের গল্পগুলো বাংলা গোয়েন্দা সাহিত্যের অন্যতম ক্ল্যাসিক।

ঘনাদা (ঘনশ্যাম দাস)

লেখক: প্রেমেন্দ্র মিত্র

ঘনাদা বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী চরিত্র। তিনি কোনো গোয়েন্দা বা অভিযাত্রী নন, বরং অবিশ্বাস্য সব অ্যাডভেঞ্চারের কাহিনির এক অদ্বিতীয় গল্পকার। ৭২, বনমালী নস্কর লেনের ঘরে বসে তিনি মাঝে মাঝেই শোনাতে থাকেন ইতিহাস, বিজ্ঞান ও গোয়েন্দাগিরি ঘেঁষা আশ্চর্য সব কাহিনি। বাংলা ছোটগল্প সাহিত্যে ঘনাদা এক অভিনব সংযোজন।

গোয়েন্দা কিরীটী রায়

লেখক: নীহাররঞ্জন গুপ্ত

কিরীটী রায় বাংলা সাহিত্যের আরেক জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। চৌকস, রুচিশীল, বুদ্ধিদীপ্ত এবং আত্মবিশ্বাসী কিরীটী তীক্ষ্ণ যুক্তি ও সাইকোলজিক্যাল বিশ্লেষণ ব্যবহার করে রহস্য উদ্ঘাটন করেন। তার সহকারী সুব্রত। অপরাধজগতের অন্ধকার দিক নিয়ে লেখা এই সিরিজ বাংলা রহস্যসাহিত্যের অন্যতম সংযোজন।

কাকাবাবু

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায়

বাংলা কিশোরসাহিত্যের অন্যতম প্রিয় অভিযাত্রী চরিত্র কাকাবাবু। এক পা হারানো সত্ত্বেও তার অদম্য সাহস, কঠোর অনুশাসন, বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতা তাকে করে তুলেছে এক অনন্য নায়ক। বিশ্বজুড়ে বিপজ্জনক অভিযান, রহস্য, প্রত্নতত্ত্ব ও ভূগোল মিলিয়ে কাকাবাবুর গল্পগুলো উত্তেজনায় ভরপুর। কাকাবাবু সিরিজ বাংলা কিশোর অ্যাডভেঞ্চার সাহিত্যে এক অনন্য সংযোজন।